যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি মার্কিন রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। ডোনাল্ড ট্রাম্প এর আগে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয় তাকে। এবার তিনি আবারও নির্বাচনী যুদ্ধে বিজয়ী হয়ে হোয়াইট হাউসে ফিরছেন।

আজ ২০ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সময় দুপুর ১২টার দিকে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে আজ ওয়াশিংটনে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে (মাইনাস ১৩ ডিগ্রি) ইনডোরে অনুষ্ঠিত হয় তার শপথ অনুষ্ঠান। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিষেক ভাষণ দেবেন, যেখানে তিনি তার প্রশাসনের মূল নীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।

ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে। এছাড়াও ট্রাম্পের বিপুল সংখ্যক সমর্থক শপথ অনুষ্ঠানে যোগ দেন

GOVT

ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়ান। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেন।

Scroll to Top