দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিতর্ক শেষে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছে কর ও ব্যয় কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বিল।
বিবিসি জানিয়েছে, প্রথমে বিলটির পক্ষে ৫০টি এবং বিপক্ষেও সমান ৫০টি ভোট পড়ে। শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয় ট্রাম্পের বহুল প্রতিক্ষিত এই বিল।
যুক্তরাষ্ট্রের কর এবং ব্যয় কমাতে ট্রাম্পের প্রস্তাবিত এই বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে চূড়ান্ত অনুমোদন পেলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা কর ছাড়ের সুবিধা পাবেন।
একইসাথে মেডিকেইড-এর মতো জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমে যাবে প্রায় লাখ কোটি ডলার। পাশাপাশি এই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষাখাতে ট্রাম্পের অগ্রাধিকার পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থ সংস্থান করাও সহজ হবে।
তবে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের অনেক সদস্য এই বিলে সন্তুষ্ট না হওয়ায় প্রতিনিধি পরিষদে এটি সহজে পাস হওয়া নিয়ে সংশয় রয়ে গেছে।