যুক্তরাষ্ট্রের আটলান্টা ফায়ার জার্সিতে খেলবেন সাকিব | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের আটলান্টা ফায়ার জার্সিতে খেলবেন সাকিব | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের (এমআইএলসি) দল আটলান্টা ফায়ারে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আটলান্টা কদিন আগেই ইঙ্গিত দিয়েছিল। ভিডিও বার্তায় বিষয়টি খোলাসা করেছেন টাইগারদের কিংবদন্তি, তিন ফরম্যাটেই বিশ্বের সাবেক একনম্বর অলরাউন্ডার সাকিব।

৩৮ বর্ষী সাকিব বলেছেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং তাদের হয়ে মাইনর লিগ ক্রিকেট খেলব। আরেকটি সুখবর হল, আটলান্টা ক্রিকেট ৩৯তম ফোবানা কনভেনশনের টাইটেল (উত্তর আমেরিকায় বাংলাদেশি সমিতির ফেডারেশন) স্পন্সর। আমি আপনাদের সকলের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। মাইনর ক্রিকেট লিগে সাউদার্ন ডিভিশনের হয়ে খেলে সাকিবের নতুন দল আটলান্টা। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ অরল্যান্ডো গ্যালাক্সি।

সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া এন্ড বারবুডা হয়ে খেলছেন। সিপিএল শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের দলটিতে যোগ দেবেন।

Scroll to Top