যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, নিরাপদে ২৮৭ যাত্রী

যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, নিরাপদে ২৮৭ যাত্রী

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছায়। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আবার ফিরে আসতে বাধ্য হয় এবং সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইটটিতে ২৮৭ জন যাত্রী ছিলেন। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে এবং বিষয়টি বিমান কর্তৃপক্ষ যাচাই করে দেখছে।

Scroll to Top