যাদের নিয়ে নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা | চ্যানেল আই অনলাইন

যাদের নিয়ে নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা | চ্যানেল আই অনলাইন

এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। এ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সবশেষ ২০২২ সালে টি-টুয়েন্টি খেলা অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে আরেকবার সুযোগ দেয়া হয়েছে।

প্রায় অপরিবর্তিত দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসে। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালেগে। তবে এ স্পিনিং অলরাউন্ডারের বাদ পড়ার বিষয়ে কোনো কিছু জানায়নি বোর্ড।

তিন ম্যাচের টি-টুয়েন্টির প্রথম দুটি হবে মাউন্ট মঙ্গানুইয়ে। ২৮ ডিসেম্বরের পর ৩০ ডিসেম্বর একই মাঠে খেলবে দুই দল। এরপর ২ জানুয়ারি নেলসনে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ঘোষিত দল:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশর পেরেরা, আভিষ্কা ফের্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকসানা, জেফরি ভ্যানডারসি, চামিন্দু বিক্রমাসিংহে, মাথেশা পাথিরানা, নুয়ান থুসারা, আসিথা ফের্নান্দো এবং বিনুরা ফের্নান্দো।

GOVT

Shoroter Joba

Scroll to Top