07
প্রসঙ্গত, বেশিরভাগ ছবিতেই খল চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব। ডেভিড ধওয়ানের ‘শোলা অওর শবনম’ ছবির হাত ধরে রুপোলি জগতে পদার্পণ করেছিলেন। ‘সরফরোশ’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘দম মারো দম’, ‘ওয়ান্টেড’, ‘সত্যা’, ‘ওএমজি’, ‘ওএমজি ২’-র মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল গোবিন্দ নামদেবকে।