ম্যানেজার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন উচ্চশিক্ষিতা তরুণী, কিন্তু মোহভঙ্গ হতে পরের দিনই পুলিশের দ্বারস্থ! পৌঁছেই যা দেখল পুলিশ…

ম্যানেজার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন উচ্চশিক্ষিতা তরুণী, কিন্তু মোহভঙ্গ হতে পরের দিনই পুলিশের দ্বারস্থ! পৌঁছেই যা দেখল পুলিশ…

Last Updated:

Bareilly Latest News : অভিযোগ, সেখানে হাই-প্রোফাইল মেয়েদের স্পা সেন্টারে এনে বন্দি করে রাখা হত। তারপর দেহব্যবসার জন্য বাধ্য করা হত। অভিযোগ পাওয়ার পর গ্রাহকের ছদ্মবেশ ধরে পুলিশ। এরপরেই আসে সাফল্য। পুলিশের জালে পড়ে তিন মহিলা এবং দু’জন পুরুষ।

ম্যানেজার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন উচ্চশিক্ষিতা তরুণী, কিন্তু মোহভঙ্গ হতে পরের দিনই পুলিশের দ্বারস্থ!ম্যানেজার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন উচ্চশিক্ষিতা তরুণী, কিন্তু মোহভঙ্গ হতে পরের দিনই পুলিশের দ্বারস্থ! পৌঁছেই যা দেখল পুলিশ…
ম্যানেজার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন উচ্চশিক্ষিতা তরুণী, কিন্তু মোহভঙ্গ হতে পরের দিনই পুলিশের দ্বারস্থ!

রামবিলাস সাক্সেনা, বরেলি: শহরের বিলাসবহুল অভিজাত এলাকায় স্পা-সেন্টারের আড়ালে চালানো হচ্ছিল হাই-প্রোফাইল মধুচক্র। আর সেটাই এবার প্রকাশ্যে এল বরেলি পুলিশের সৌজন্যে। উত্তর প্রদেশের বরেলি শহরের অভিজাত প্রেম নগর এলাকার ঘটনা। অভিযোগ, সেখানে হাই-প্রোফাইল মেয়েদের স্পা সেন্টারে এনে বন্দি করে রাখা হত। তারপর দেহব্যবসার জন্য বাধ্য করা হত। অভিযোগ পাওয়ার পর গ্রাহকের ছদ্মবেশ ধরে পুলিশ। এরপরেই আসে সাফল্য। পুলিশের জালে পড়ে তিন মহিলা এবং দু’জন পুরুষ। ধৃতদের আপাতত জেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন– কত টাকার সম্পত্তি? কতদূর পড়াশোনা? রইল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর জন্মকুণ্ডলী

বরেলির প্রেম নগর থানার কোহরা পীর চৌকি এলাকায় ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক স্পা সেন্টার। রীতিমতো কুখ্যাত হয়ে উঠেছে এলাকাটি। দিন কয়েক আগেই সেখানে খুলেছিল বুদ্ধ স্পা সেন্টার। অভিযোগ, সেখানে দামি দামি বিলাসবহুল গাড়িতে চাপিয়ে রাতের অন্ধকারে আনা হত মেয়েদের। বরেলি এবং আশপাশের জেলা থেকে গ্রাহকরা আসত এই স্পা সেন্টারগুলিতে।

এই স্পা সেন্টার চক্রের খপ্পরে পেয়েছিলেন বরেলি শহরের এক মহিলা। চাকরির খোঁজে ওই স্পা সেন্টারে পৌঁছেছিলেন এক উচ্চশিক্ষিতা তরুণী। সেখানে তাঁকে ম্যানেজারের চাকরি দেওয়া হয়। আর প্রচুর বেতন দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। রাজি হয়ে যান তরুণী। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পরেই যেন মোহভঙ্গ হয় তাঁর। চারপাশের অবস্থা দেখে কার্যত চমকে গিয়েছিলেন। তারপরের দিন থেকেই ডিউটিতে যাওয়া বন্ধ করে দেন। সোজাসুজি বরেলি এসএসপি অনুরাগ আর্যর কাছে হাজির হন তিনি। সেখানে তিনি যা বলেছিলেন, তা শুনে রীতিমতো চমকে গিয়েছিল পুলিশও।

আরও পড়ুন– রাজধানী এক্সপ্রেসে চেপে বসেছিল গোটা পরিবার, টিকিট চাওয়া হতেই ঝামেলার সূত্রপাত! এরপর TT স্টাফ যা করলেন… সমস্ত সীমা অতিক্রম করে গেলেন

অভিযোগের পরেই এসএসপি বিশাল পুলিশ বাহিনী তৈরি করেন। গ্রাহক সেজে পুলিশ যখন স্পা সেন্টারে পৌঁছয়, তখন সেখানে তারা যে দৃশ্য দেখে, তা স্বর্গের তুলনায় কিছু কম ছিল না। স্পা সেন্টারের অন্দর যেন ভরে উঠেছিল সুগন্ধিতে! সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিন মহিলা এবং দুই পুরুষকে গ্রেফতার করে তারা।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে জ্যোতি নামে এক মহিলা, সে হরিয়ানার হিসার জেলার বাসিন্দা। জ্যোতিই স্পা সেন্টারের ডিরেক্টর। আর মোরাদাবাদ জেলার বাসিন্দা রেখা আবার এই স্পা সেন্টারের ম্যানেজার। আবার বরেলির বাসিন্দা সুমন এই স্পা সেন্টারের ডেপুটি ম্যানেজার। এই তিন মহিলার জাল ছড়িয়ে রয়েছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং নেপালে। বরেলির বাসিন্দা সাহিল এবং রোহিত নামে দুই ব্যক্তির সাহায্য নিয়ে উচ্চশিক্ষিত মেয়েদের প্রলোভন দেখানো হত। তারপর তাঁদের সঙ্গে প্রতারণা করে তাঁদের দেহব্যবসায় ঠেলে দেওয়া হত। ঘটনাস্থল থেকে আপত্তিকর জিনিসপত্র এবং ওষুধপত্র উদ্ধার করেছে পুলিশ।

কো সিটি পঙ্কজ কুমার শ্রীবাস্তব বলেন যে, প্রেম নগর থানা এলাকার বাসিন্দা এক মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করেছিলেন। জানিয়েছিলেন যে, বুদ্ধ স্পা সেন্টারে চাকরির জন্য গিয়েছিলেন। চাকরির নাম করে তাঁকে শারীরিক নিগ্রহও করা হয়েছে। ওই মহিলার অভিযোগ পেয়েই স্পা সেন্টারে অভিযান চালানো হয়। তিন মহিলা এবং দুই পুরুষকে গ্রেফতার করা হয়। পাঁচ জনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

ম্যানেজার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন উচ্চশিক্ষিতা তরুণী, কিন্তু মোহভঙ্গ হতে পরের দিনই পুলিশের দ্বারস্থ! পৌঁছেই যা দেখল পুলিশ…

Next Article

রাজধানী এক্সপ্রেসে চেপে বসেছিল গোটা পরিবার, টিকিট চাওয়া হতেই ঝামেলার সূত্রপাত! এরপর TT স্টাফ যা করলেন… সমস্ত সীমা অতিক্রম করে গেলেন

Scroll to Top