এমৌসুম ভালো যায়নি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। এমন অবস্থা দলের শিরোপা ক্ষুধার অভাবের জন্য, বলছেন ফরোয়ার্ড আর্লিং হালান্ড। তিনি কোনো অজুহাতও সামনে আনতে চান না।
ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লিভারপুলের কাছে হারিয়েছে এ মৌসুমে। চ্যাম্পিয়ন্স লিগেও ঠিকঠাক পারফর্ম করতে পারেনি, রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে মূল খেলোয়াড়দের অনেকেই চোটে ছিলেন।
দলের অবস্থা নিয়ে হালান্ড বলেছেন, ‘অবশ্যই, আপনি অজুহাত দাঁড় করাতে পারেন, চোট বা বাজে সময়ের কথা বলতে পারেন। কিন্তু দিনশেষে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। আমাদের ভেতরে শিরোপার ক্ষুধা ছিল না।’
‘আমি নিজেও ভালো পারফর্ম করিনি। চোট পাওয়া বেশ হতাশার ছিল, সেটির জন্য কী করতে পারি। দলকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারিনি। দিনশেষে, আমরা যথেষ্ট ভালো ছিলাম না।’
শনিবার সাউদাম্পটনের বিপক্ষে লিগ ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটি। তার আগে অনুশীলনে ফিরেছেন হালান্ড। ১৭মে এফএ কাপের ফাইনালেও খেলবেন হালান্ড।
‘আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হতে হবে এবং সুস্থ হয়ে মাঠে ফিরতে হবে। এখন প্রচুর শক্তি নিয়ে ফিরে এসেছি। ভালো বোধ করছি এবং ভালোভাবে চলাফেরা করছি এবং আমি প্রস্তুত।’