ম্যানসিটিকে স্তব্ধ করে প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল | চ্যানেল আই অনলাইন

ম্যানসিটিকে স্তব্ধ করে প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ম্যানচেস্টার সিটির মাঠে আগে কখনও জয় ছিল না রিয়াল মাদ্রিদের। সেই অধরা জয়ের দেখা পেলেন ভিনিসিয়াস জুনিয়র-কইলিয়ান এমবাপেরা। রোমাঞ্চকর ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে সাক্ষী করলেন সিটির হাজারো সমর্থককে। সিটিজেনদের জয়ের পথে থাকা ম্যাচের শেষ ছয় মিনিটে রিয়াল পাল্টে দিয়েছে ম্যাচের ফল। যোগ করা সময়ে গোল করে প্লে-অফে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে যাওয়ার প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল। জয়ে রাউন্ড অব সিক্সটিনের পথে এক পা এগিয়ে রাখল লা লিগার দলটি। ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে লস ব্লাঙ্কোদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে পেপ গার্দিওলার দল।

আর্লিং হলান্ডের ১৯ ও ৮০ মিনিটের জোড়া গোলে ৮৫ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। ঘুরে দাঁড়ানোর ডিএনএ বয়ে নিয়ে বেড়ানো দলটি এরপর লিখেছে প্রত্যাবর্তনের আরেকটি গল্প। বদলি ব্রাহিম দিয়াজ ৮৬ মিনিটে সমতায় ফেরানোর পর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে সিটির জালে বল পাঠান জুড বেলিংহাম। ৬০ মিনিটে প্রথম গোলটি করেন ফরাসি তারকা এমবাপে।

চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে না পারায় শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যানসিটিকে।

প্লে-অফের অন্য ম্যাচে ব্রেস্তকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। উসমানে ডেম্বেলের দুর্দান্ত জোড়া গোলের সঙ্গে ভিতিনহা পেনাল্টি থেকে একটি গোল করেন।

অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাস নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছে। ডর্টমুন্ড স্পোর্টিং লিসবনকে ৩-০তে এবং জুভেন্টাস ২-১ ব্যবধানে হারিয়েছে পিএসভিকে।

Agontuk_300x300_Dakhun_OnLine

Scroll to Top