ম্যাজিক ভালবাসত সপ্তম শ্রেণীর কিশোর! স্নান করতে গিয়ে হঠাৎ কী যে হল… রহস্য মৃ*ত্যু

ম্যাজিক ভালবাসত সপ্তম শ্রেণীর কিশোর! স্নান করতে গিয়ে হঠাৎ কী যে হল… রহস্য মৃ*ত্যু

Last Updated:

Death Mystery: ইউটিউবে ম্যাজিকের প্রতি আসক্তিই কাল হয়ে দাঁড়ালো সপ্তম শ্রেণীর ছাত্রের কাছে। বাথরুম থেকে গামছায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার দেহ। কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে তদন্ত চলছে।

প্রতীকী ছবিম্যাজিক ভালবাসত সপ্তম শ্রেণীর কিশোর! স্নান করতে গিয়ে হঠাৎ কী যে হল… রহস্য মৃ*ত্যু
প্রতীকী ছবি

অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: ইউটিউবে ম্যাজিকের প্রতি আসক্তিই কাল হয়ে দাঁড়ালো সপ্তম শ্রেণীর ছাত্রের কাছে। বাথরুম থেকে গামছায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কালুপুর এলাকায়। মৃত কিশোরের বাবা পেশায় কাঠ ব্যবসায়ী। পরিবারের দাবি, ইউটিউবে ম্যাজিক দেখার প্রতি আসক্তি ছিল তাঁর। বিভিন্ন সময় বাথরুমে স্নান করতে গিয়ে কখনও গান কখনও নাচ করত।

রিপমের বাবা দেবব্রত মণ্ডল জানিয়েছেন ছেলে ভাল ছাত্র ছিল। ইউটিউবে ম্যাজিক দেখার প্রতি আসক্তি ছিল তার। শুক্রবার বাথরুমে গামছায় কোন গিট দেওয়া ছিল না। কি করে গলায় পেচিয়ে এই অবস্থা হল আমরা বুঝতে পারছি না। পরিবারের অনুমান গামছা নিয়ে আয়নার সামনে ম্যাজিকের মত কিছু করতে গিয়ে এই অবস্থা হয়েছে রিপমের। রিপমের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। যদিও মেধাবী ছাত্রের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার।

Scroll to Top