ম্যাজিকের থেকে কোনও অংশে কম নয়! মাত্র দু’টি পাতাই নিয়ন্ত্রণ করবে সুগার

ম্যাজিকের থেকে কোনও অংশে কম নয়! মাত্র দু’টি পাতাই নিয়ন্ত্রণ করবে সুগার

ভারতে বেশ কিছু অসুখের বা রোগের চিকিৎসার জন্য বেশ কিছু পুরনো পদ্ধতি রয়েছে যার মাধ্যমে শরীর বাল তাকে বিশেষত যাঁদের ডায়বেটিস আছে তাঁদের জন্য ঘরোয়া বা আয়ুর্বেদ বা ঘরোয়া চিকিৎসা অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে ৷ লতা পাতার বিভিন্ন ধরনের প্রয়োগ ডায়বেটিসকে বিশেষ ভাবে চাপে রাখে ৷ কিন্তু এমন একটি গাছ আছে যা ভীষণ রূপে কাজে লাগে ৷

ম্যাজিকের থেকে কোনও অংশে কম নয়! মাত্র দু’টি পাতাই নিয়ন্ত্রণ করবে সুগার

আকন্দ গাছ ডায়বেটিসের জন্য অত্যন্ত উপকারী ৷ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ডিস্ট্রিক্ট, অ্যান্টি সিফিলিটিক, অ্যান্টি রুমেটিক, অ্যান্টি ফাঙ্গালের সঙ্গে সঙ্গে এমনই বেশ কিছু উপাদান পাওয়া যায় যা ভীষণ ভাবে শরীরে কাজে দেয় ৷ ডায়বেটিস ছাড়াও কোষ্ঠ কাঠিন্য, জয়েন্ট পেন, দাঁতের সমস্যাতেও বিশেষ ভাবে কার্যকর ৷ শরীর ভাল রাখতে বিশেষ ভাবে কাজে লাগে ৷

ডায়বেটিস নিয়ন্ত্রণে আকন্দ ফুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিশেষজ্ঞরা অনেক সময়েই বলে থাকেন শরীরের শর্করার স্তর নিয়ন্ত্রণ করার কথা ৷ বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে আকন্দ ফুল ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ৷ ডায়বেটিসের ক্ষেত্রে অত্যন্ত কার্য়করী ভূমিকা গ্রহণ করে ৷ সবার আগে আকন্দ গাছে তাজা পাতা নিতে হবে ৷ ভাল করে সেই পাতা পরিষ্কার করে নিতে হবে ৷ রাত্রিবেলা পাতার চকচক দিক পায়ের তলায় ভাল করে দিয়ে বেঁধে নিতে হবে ৷ পাতা বাঁধার জন্য পায়ে মোজা পরে নিতে পারেন ৷ সারা রাত ধরে এই পাতা পায়ে বেঁধে রাখতে হবে ৷ সকালবেলায় পায়ের তলা থেকে খুলে ফেলতে হবে ৷

আরও পড়ুন:  সহজে শরীর গড়ার টিপস দিচ্ছেন হৃতিক রোশন নিজে! জেনে নিন

এই পদ্ধতি প্রায় এক সপ্তাহ ধরে চলবে ৷ তারপরেই আস্তে আস্তে উপকার চোখে পড়বে ৷ আকন্দ পাতা অত্যন্ত বিষাক্ত তাই ব্যবহারের সময়ে সতর্ক থাকতে হবে ৷ কখনও যেন কাঁচা না খান সেই বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ আকন্দের রস চোখের জন্য অত্যন্ত খারাপ, তাই খুব সাবধান, বাচ্চাদের থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে ৷

আরও পড়ুন: এক সময়ে হাঁটাই বন্ধ হয়ে যেতে পারে! দোকান থেকে ভিটামিন কিনে খেলে একবার এটা পড়ে নিন!

Disclaimer: উপরোক্ত বিষয়গুলি আসলে ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷

Published by:Arjun Neogi

First published:

Tags: Diabetes Solution, Health Tips, High Blood Sugar

Scroll to Top