ম্যাচ হারার পর যা বললেন শান্ত | চ্যানেল আই অনলাইন

ম্যাচ হারার পর যা বললেন শান্ত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শ্রীলঙ্কার বিপক্ষে ২ দুই উইকেটে জয় দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার কাছে ৪ রানে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। ম্যাচ হারার জন্য নিজেদের নার্ভাস থাকাকেই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে ৬ উইকেটে ১১৩ রানের সংগ্রহ গড়ে সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৭ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশ। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এমনটা।

বলেছেন, ‘আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাসও ছিল। ভেবেছিলাম যে হয়ে (চেজ) যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। (তানজিম হাসান সাকিব) গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে, আমরা নতুন বলে উইকেট চাই। সে আজ যা সে করে দেখালো, অসাধারণ।’

‘এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, শেষ দুই ওভার তারা সত্যিই ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে। (রিশাদ) সে খুব ভালো বল করেছে, সে খুব কঠোর অনুশীলন করেছে। আশা করি সে এমনটা চালিয়ে যাবে। সব সমর্থকদের ধন্যবাদ, আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও আসবে।’

প্রোটিয়াদের হারাতে পারলে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে যেত বাংলাদেশ। তবে এখনও টিকে রইছে দৌড়ে। অবশ্য পরবর্তী দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

Scroll to Top