ম্যাচের আগে হুট করে বদলে গেল শুরুর সময়

ম্যাচের আগে হুট করে বদলে গেল শুরুর সময়
ম্যাচের আগে হুট করে বদলে গেল শুরুর সময়

আন্তর্জাতিক কোন সিরিজ তো বটেই, ঘরোয়া লিগগুলোতেও আগে থেকে নির্ধারিত থাকে ম্যাচ শুরুর সময়। বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এও আগে থেকে নির্ধারিত ছিল সময়। তবে ৯ম আসর শুরু দিন হুট করে বদলে গেল সময়।

আজকের আগ অব্দিও উদ্বোধনী ম্যাচ নির্ধারিত ছিল বেলা আড়াইটায়। তবে আজ (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় বিসিবির তরফ থেকে জানানো হয় খেলা শুরু হবে বেলা ২ টা থেকে।

শুক্রবারের প্রথম ম্যাচ শুরু বেলা ২ টায়। সন্ধ্যা ৭ টায় শুরু দিনের ২য় ও শেষ ম্যাচ।

শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১ টা ৩০ এ। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৬ টায়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ২ টায় মাঠে গড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার খেলা। টসে জিতে আগে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সিলেট স্ট্রাইকার্স দলপতি মাশরাফি বিন মর্তুজা।

Scroll to Top