ম্যাচের আগে হামজাকে নিয়ে যা বললেন ভারতের কোচ | চ্যানেল আই অনলাইন

ম্যাচের আগে হামজাকে নিয়ে যা বললেন ভারতের কোচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শিলং থেকে: বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে হামজা দেওয়ান চৌধুরীর। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে খেলা হামজার দল শেফিল্ড ইউনাইটেডের সম্ভাবনা রয়েছে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসার। ইংল্যান্ডের লিগে খেলা তারকা মিডফিল্ডারের বিপক্ষে লড়াইয়ে নামার আগে বেশ সতর্ক ভারতের কোচ মানেলো মার্কুয়েজ। তবে হামজা প্রতিপক্ষ দলের হলেও হামজার আগমণ এশিয়ার ফুটবলের জন্য ভালো বলছেন স্প্যানিশ কোচ।

;

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।

টিম হোটেলে সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মানেলো বলেছেন, ‘সবসময় প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। আপনি আগাম বলতে পারবেন না, ম্যাচটা কেমন হবে, দেখা যাক। ভালো ম্যাচ হতে পারে, বাজে ম্যাচও হতে পারে। এটি ছোট পরিসরের একটা টুর্নামেন্ট, সেরা দল বাছাই পার হবে। আমরা বাংলাদেশকে হারানোর চেষ্টা করবো।’

স্বাগতিক দলের কোচের কাছে হামজা চৌধুরীর প্রসঙ্গে প্রশ্ন ছুটে গেল। তার একাদশে থাকা ম্যাচে কতটুকু প্রভাব ফেলবে, সেটি যেন এড়িয়ে গেলেন কিংবা সরাসরি বলতে চাইলেন না তিনি। শুধু বললেন, ‘আমি মনে করি সে ভালো ফুটবলার। সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তারাও লিগে উঠবে।’

‘আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলা এটা কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ার ফুটবলের জন্য ভালো। আমি যেটা অনুভব করতে পারছি, তার সতীর্থরা তার সঙ্গে খেলতে অনুপ্রেরণা পাবে, মাঠের খেলায় এটার কী প্রভাব পড়বে, তা অবশ্য আমি জানি না।’

Scroll to Top