ম্যাচসেরার পুরস্কার ঠেলাগাড়িভর্তি ৫৫ কেজি আলু

ম্যাচসেরার পুরস্কার ঠেলাগাড়িভর্তি ৫৫ কেজি আলু

ম্যাচসেরার অদ্ভুত সব পুরস্কার দিয়ে এর আগে আলোচনায় এসেছিল নরওয়ের শীর্ষ লিগের দল ব্রাইন। চার ট্রে–ভর্তি ডিম, কয়েক কার্টন দুধ কিংবা ভেড়ার বাচ্চা ম্যাচসেরার পুরস্কার হিসেবে দিয়েছে তারা গত এপ্রিলেও। এবার ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগেও এমন অদ্ভুত কাণ্ড দেখা গেল।

গত রোববার নরশেল্যান্ডের বিপক্ষে ৩–২ গোলে জেতে সোনারইয়ুস্কা ক্লাব। এ ম্যাচে সোনারইয়ুস্কার হয়ে প্রথম গোলটি ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাসের। গোটা ম্যাচেই ভালো খেলা এই ফুটবলার জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হিসেবে পেয়েছেন ছোট্ট একটি ঠেলাগাড়ি ভর্তি আলু!

ওজনে এই আলুর পরিমাণ প্রায় ৫৫ কেজি। ২৬ বছর বয়সী সউলাস গতকাল নিজেই এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে।

Scroll to Top