‘মৌসুমীকে ডাকতেন বড় মেয়ে, সানীকে জামাই’

‘মৌসুমীকে ডাকতেন বড় মেয়ে, সানীকে জামাই’

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রয়াত গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীকে ডাকতেন বড় মেয়ে বলে। সেই সূত্রে ওমর সানীকে ডাকতেন জামাই। রোববার (৪ সেপ্টেম্বর) গাজী মাজহারুল আনোয়ারের বাসায় গণমাধ্যমকে এভাবেই বলছিলেন ওমর সানী।

ওমর সানী সারাবাংলাকে বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার আমার শ্বশুর ছিলেন। এর কারণ তিনি মৌসুমীকে বড় মেয়ে মনে করতেন। তিনি বলতেন আমার দুই মেয়ে। দিঠি আর মৌসুমী। তার সঙ্গে করা আমার প্রথম সিনেমা ক্ষুধা। যেটি ছিল সত্য সাহার সঙ্গীত পরিচালনা করা সর্বশেষ ছবি। এটি সুপার বাম্পার হিট হয়। পরে আরও একটি ছবি করি ওনার।’

‘মৌসুমীকে ডাকতেন বড় মেয়ে, সানীকে জামাই’

বাংলা চলচ্চিত্রের এই নায়ক বলেন, ‘হঠাৎ আমার বাবা মারা ও শ্বশুর মারা যান। তখন বাবা (গাজী মাজহারুল আনোয়ার) বলতেন, আমি তো আছি। অসাধারণ একজন ভালো মানুষ ছিলেন তিনি। মানুষকে আপন করে নেওয়ার এই বিরল প্রতিভা সহজে দেখা যায় না। আল্লাহ ওনাকে জান্নাতে নসিব করুক, সেই কামনা করি।’

গাজী মাজহারুল আনোয়ারকে ‘বাংলাদেশের ব্যানার’ উল্লেখ করে ওমর সানী বলেন, ‘উনিও বাঙালি, আমিও বাঙালি- এই পরিচয়ে আমি গর্ববোধ করি। সারাবিশ্বে উনার মতো একজন মানুষের জন্ম হয়েছে; আর তিনি বাঙালি- এটিই বিশাল গর্বের।’

আরও পড়ুন:

শহিদ মিনারে মাজহারুল আনোয়ারের মরদেহে রাষ্ট্রীয় শ্রদ্ধা সোমবার

সারাবাংলা/আরএফ/পিটিএম

Scroll to Top