মৌসুমজুড়ে অর্জনের ছড়াছড়ি, সেরা হতে পারলেন না হ্যারি কেন | চ্যানেল আই অনলাইন

মৌসুমজুড়ে অর্জনের ছড়াছড়ি, সেরা হতে পারলেন না হ্যারি কেন | চ্যানেল আই অনলাইন

গত মৌসুমে বুন্দেসলিগা জয়ের মধ্য দিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পান হ্যারি কেন। মৌসুম জুড়ে ব্যক্তিগত অর্জনেও কমতি ছিল না ইংলিশ তারকার। লিগ শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্নের হয়ে সবোর্চ্চ গোল করেছেন তিনি। এত অর্জনের মাঝেও হতে পারলেন না ২০২৪-২৫ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে বর্ষসেরা খেলোয়াড়।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে বর্ষসেরা হয়েছেন মাইকেল ওলিসে। আর তৃতীয় হয়েছেন কেন। বায়ার্নকে ২৪-২৫ মৌসুমে বুন্দেসলিগা জেতাতে বড় ভুমিকা রাখেন তিনি। পুরো মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় ৩১ ম্যাচে সবোর্চ্চ ২৬ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্নের হয়ে সবচেয়ে বেশি ১৩ ম্যাচে ১১ গোল করে প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার হন ৩১ বর্ষী সেন্টার-ফরওয়ার্ড। ক্লাব বিশ্বকাপে পাঁচ ম্যাচে করেন আরও তিন গোল।

এতসব অর্জনের পরও ক্লাবটির বর্ষসেরা হতে পারেননি কেন। শীর্ষে থাকা মাইকেল ওলিসে ভোট পেয়েছে ৪৪.৮ শতাংশ। দুইয়ে থাকা থমাস মুলার পেয়েছেন ১৮.৭ শতাংশ ভোট এবং ৯.৪ শতাংশ ভোট নিয়ে তিনে আছেন হ্যারি কেন।

ফিফা ক্লাব বিশ্বকাপের পর বিশ্রামে আছে বায়ার্ন মিউনিখ। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে খেলা দিয়ে শুরু হবে বায়ার্নের ২০২৫-২৬ মৌসুমের যাত্রা। এর মধ্য কেনের সাবেক ক্লাব টটেনহ্যামের বিপক্ষেও খেলবে তারা। ১৬ আগস্ট জার্মান সুপার কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে। ২৩ আগস্ট লাইপজিগ বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বুন্দেসলিগার নতুন মৌসুম।

Scroll to Top