মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল ও বিপুল দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার চারজন হলেন– মো. হৃদয় (২৬), মো. নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাদ উদ্যান এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে দেশে অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায় এবং চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। ওই ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার মূল হোতা নয়ন ও তার কিশোর গ্যাং দল।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে তথ্যপ্রযুক্তি সহায়তায় নয়নের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করা হচ্ছে। সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে রাত ৪টায় একটি অভিযান পরিচালনা করে প্রথমে নয়নকে গ্রেফতার করা হয়। পরে নয়নের দেয়া তথ্যের ভিত্তিতে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিভিন্ন আস্তানা তল্লাশি করে দুটি ককটেল বোমা, বেশ কিছু সামুরাই, চাপাতি ও বিভিন্ন প্রকার ছুরি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় প্রভাব বিস্তার করার জন্য, লোকজনকে আহত করে, ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করে থাকে বলে স্বীকার করে। তাদের কাছ থেকে অন্যান্য সহযোগীদের তথ্য পাওয়া যায়, যা যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার চারজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয় বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।

/এএম

Scroll to Top