মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল ও কোরবানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও র‍্যাব। অভিযানটি পরিচালনা করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।

শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী।

শনিবার রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে, বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

GOVT

Scroll to Top