মোহাম্মদপুরে অস্ত্রসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্রসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর মোহাম্মাদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

গ্রেপ্তাররা হলেন- মো. তামিম, মো. নাঈম, মো. হাসান, মো. রাকিব, মো. লিটন, মো. রাসেল, মো. লিমন ও মো. জুবায়ের। সেসময় ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সামুরাই, চাকু, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

এএসপি শিহাব বলেন, গতকাল গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে একাধিক আভিযানিক দল অভিযান চালিয়ে মূলহোতাসহ ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

GOVT

এএসপি শিহাব করিম আরও বলেন, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের চাপাতি, সামুরাই ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Chokroanimation

Scroll to Top