মে মাসের শুরুতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ | চ্যানেল আই অনলাইন

মে মাসের শুরুতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ খেলতে মে মাসের শুরুতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’। সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে দু’দল। সিলেট ও মিরপুরে গড়াবে ম্যাচগুলো।

মঙ্গলবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে কিউই দলটি। প্রায় মাসব্যাপী সফরটি শেষ হবে ২৫ মে।

৫ মে ওয়ানডে দিয়ে সিরিজ গড়াবে। ৭ তারিখ দ্বিতীয় ওয়ানডে খেলবে। ম্যাচ দুটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে। ১০ তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুদল।

১৪ মে প্রথম চারদিনের ম্যাচ খেলতে নামবে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। ২১ মে দ্বিতীয় শেষ চার দিনের ম্যাচটি খেলবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Scroll to Top