মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মাঠ থেকে শাহানারা খাতুন নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রামের পলির মাঠ থেকে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত শাহানারা খাতুন কুলবাড়িয়া গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ ধারণা করছে শ্বাস রোধ করেই হত্যা করা হয়েছে বিধবা নারীকে।
নিহতের ছেলে সবুজ হোসেন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আমার মা শাহানারা খাতুন কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে আজ সকালে বাড়ির পাশে পলির মাঠে মায়ের মরাদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে আমরা গিয়ে মায়ের লাশ পায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন ।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে এক বিধবা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পুলিশ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের পর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নিহত শাহানারা খাতুন দীর্ঘদিন ধরেই দুই ছেলেকে নিয়ে কুলবড়িয়া গ্রামে বসবাস করে আসছে। তার স্বামী অনেক আগেই মারা যায়। এরপর থেকে তিনি গ্রামেই বসবাস করতেন।