মেহেদী-তামিমের ক্যারিয়ারসেরায় শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয় বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

মেহেদী-তামিমের ক্যারিয়ারসেরায় শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয় বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ দল এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দেশে বা বাইরে যে কোনো সংস্করণে সিরিজ জিতলেও শ্রীলঙ্কার মাটিতে কখনও তা করতে পারেনি। লিটন দাসের অধিনায়কত্বে টি-টুয়েন্টিতে সেই কাজটি করল লাল-সবুজের প্রতিনিধিরা। শেখ মেহেদী হাসান ও তানজিদ হাসান তামিমের ক্যারিয়ার সেরা বোলিং ও ব্যাটিংয়ের নৈপূন্যে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে জিতে প্রথম কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ।

প্রথমে শেখ মেহেদী হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। চার ওভারে এক মেডেনে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন মেহেদী। এরপর ব্যাটিংয়ে তামিম ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন।

টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

বাংলাদেশের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তামিম। তিনি ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। তার আগে ২৬ বলে ৩২ রানের দুর্দান্ত ভিত গড়ে দিয়ে যান অধিনায়ক লিটন দাস। এছাড়া তাওহিদ হৃদয় ২৭ রানে অপরাজিত থাকেন। অবশ্য ইনিংসের শুরুর বলেই শূন্য রানে বিদায় নেন পারভেজ ইমন।

এরআগে প্রথম ওভারে শরিফুল ইসলামের বলে ঝড় তোলার চেষ্টা করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে প্রথম পাঁচ বলে ১৪ রান আসলেও শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন কুশল। ৪ বল খেলে ৬ রান আসে তার থেকে। দ্বিতীয় ওভারে দলে ফেরা শেখ মেহেদী প্রথম বল মোকাবেলা করা কুশল পেরেরাকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। তৃতীয় ওভারে শরিফুলের তৃতীয় বলে নিশাঙ্কার আকাশে তুলে দেয়া বলের ফ্লাইট বুঝতে না পেরে ক্যাচ ছাড়েন তানজিম সাকিব, পরের বলে মোস্তাফিজুর রহমান দিনেশ চান্দিমালের ক্যাচ ছেড়ে দেন।

পাওয়ার প্লের পঞ্চম ওভারে এসে শেখ মেহেদীর আরেক আঘাত। এবার এ স্পিনার সাজঘরে পাঠান চান্দিমালকে। মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন, সেটা ধরতে ভুল করেনি জাকের আলী অনিক। পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪০ রানে ৩ উইকেট। পাওয়ার প্লে শেষে কিছুটা রান তোলার তাড়ায় ছিল লঙ্কানরা। এ সময় শেখ মেহেদীর আবার আঘাত। এবার সাজঘরে ফেরেন অধিনায়ক আশালাঙ্কা, করেন মাত্র ৩ রান। ১১তম ওভারে আবার মেহেদীর আঘাত। এবার আউট করেন ঝড়ো ৪৬ রান করা ওপেনার পাথুম নিশাঙ্কাকে। ৩৯ বলে এ ইনিংস আসে নিশাঙ্কার থেকে।

শামীম হোসেন পাটোয়ারি বলে আসলে স্বাগতিকদের আরেক উইকেট পড়ে। তিনি আউট করেন কামিন্দু মেন্ডিসকে, ১৫ বলে ২১ করেন এ বাঁহাতি ব্যাটার। এরপর কিছুটা সময় লঙ্কানরা ব্যাট করলেও পরে মোস্তাফিজুর রহমান এসে সাজঘরে পাঠান জেফরি ভ্যানডার্সিকে।

মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। এছাড়া শামীম পাটোয়ারি ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

Scroll to Top