মেহজাবীন-ফারিণের হাত ধরে ব্যতিক্রমী উদ্যোগের সূচনা

মেহজাবীন-ফারিণের হাত ধরে ব্যতিক্রমী উদ্যোগের সূচনা

‘বিনা লাভে পণ্য বিক্রি করা একটি প্রতিষ্ঠান’ এই শ্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী এক ইকর্মাস প্রতিষ্ঠান পাইকারী.কম.বিডি’র মেম্বারশিপ প্রোগ্রাম-এর গ্র্যান্ড লঞ্চিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে গতকাল ১ ডিসেম্বর রাজধানী ঢাকার একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে।

এ আয়োজনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময়ের শোবিজের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। আরও উপস্থিত ছিলেন পাইকারি.কম.বিডি’র বর্তমান মেম্বাররাও।

মেহজাবীন-ফারিণের হাত ধরে ব্যতিক্রমী উদ্যোগের সূচনা
মেহজাবীন চৌধুরী


প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাবির হোসেন সূচনা বক্তব্যে তুলে ধরেন কেন তার এই প্রতিষ্ঠান ব্যতিক্রমী এবং কেনই বা এর মূলমন্ত্র বিনা লাভে পণ্য বিক্রি করা। তিনি বলেন, ‘শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণের মেম্বারশিপ ফি দিয়েই যে কেউ পাইকারি.কম.বিডি’র মেম্বার হতে পারবে। আর শুধুমাত্র মেম্বারই এক্সক্লুসিভলি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘‘অনলাইনে কেনাকাটাতো সবাইকে করতেই হয়। কিন্তু অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে, এটা সত্যিই ব্যতিক্রম! পাইকারি.কম.বিডি’র প্রশংসা করতেই হয়।”

তাসনিয়া ফারিণ


আর তাসনিয়া ফারিন বলেন, ‘আমি এখন পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠানের কথা শুনিনি যারা লাভ ছাড়া পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। পাইকারী.কম.বিডি গ্রাহকদের একটু স্বস্তি দেয়ার জন্য বিনা লাভেই পণ্য বিক্রি করছে!’

শুধুমাত্র এককালীন মেম্বারশিপ ফি প্রদান করেই একজন মেম্বার সারা বছর জুড়ে পাচ্ছেন পাইকারি.কম.বিডি থেকে বিনা লাভে বিক্রিত পণ্য কেনার সুবিধা। উপস্থিত দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ পরিলক্ষিত হয় আকর্ষণীয় এই মেম্বারশিপ প্রোগ্রামের বিষয়ে। উল্লেখযোগ্য সংখ্যক অতিথি অনুষ্ঠানস্থলেই মেম্বারশিপ গ্রহণ করেন।

বিজ্ঞাপনী সংস্থা হেডকোয়ার্টার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইভেন্টটি সঞ্চালনা করেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা এফ এস নাইম ও মডেল-অভিনেত্রী সারাহ আলম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্যতিক্রমী উপস্থাপন ভঙ্গির জন্য খ্যাত আলোচিত গায়ক আলী হাসান।

Scroll to Top