মেহজাবীন পেরেছেন, ‘মালতী’ পারল কি

মেহজাবীন পেরেছেন, ‘মালতী’ পারল কি

‘প্রিয় মালতী’ সিনেমায় ‘মালতী’ হয়েছেন মেহজাবীন চৌধুরী। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হলো। ১৫ বছরের ক্যারিয়ারে নাটক, সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে প্রিয় মালতী সিনেমায় যেন আগের সব কাজ ছাড়িয়ে গেছেন। নাটকের সেই ‘পাশের বাড়ি মেয়ে’ বা রোমান্টিক নায়িকা নন, বরং জটিল এক চরিত্রে, পুরো সিনেমাটিকে নিজের কাঁধে নিয়ে অনায়াসে হেঁটেছেন তিনি। অন্তঃসত্ত্বা ‘মালতী’ চরিত্রে পর্দায় এতটাই অসাধারণ, যেন নিজেকেই ছাপিয়ে গেছেন। পর্দার ‘মালতী’র সঙ্গে দর্শকও নিজেকে যুক্ত করতে পেরেছেন পুরোটা সময়। পলাশ আর মালতীর সুখের সংসার দেখে যে রকম আনন্দে মন ভরে উঠছিল, তেমনি মালতীর হাহাকার আর কষ্টে অজান্তেই চোখের কোণে জমছিল জল। চরিত্রটির অসহায়ত্ব যে নিখুঁতভাবে তুলে ধরেছেন, সেটা মেহজাবীনের অভিনয় সক্ষমতার আরেকটি স্বাক্ষর। বাংলাদেশের সিনেমায় শক্তিশালী নারী চরিত্রের তালিকা করলে নিশ্চিতভাবেই ‘মালতী’র নাম থাকবে।

Scroll to Top