বার্সেলোনায় দুর্দান্ত সময় পার করছেন লামিন ইয়ামাল। ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ১৮ বর্ষী বিস্ময়বালক। সেই সঙ্গে পেয়েছেন বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি। বার্সেলোনার কিংবদন্তি সাবেক লিওনেল মেসির তুলনা করা হয় যাকে সেই ইয়ামালই আসন্ন সিজন থেকে পরবেন মেসির ‘নাম্বার টেন’ জার্সিটি।
বুধবার বার্সেলোনার সঙ্গে ৬ বছরের নতুন চুক্তি সই করেন ইয়ামাল। সঙ্গে ছিলেন ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। চুক্তির বিষয় আনুষ্ঠানিকভাবে ঘোষণার পাশাপাশি ১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়টিও জানায় স্পেনের জায়ান্ট ক্লাবটি।
বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১০ নম্বর জার্সিটি পেয়েছেন ইয়ামাল। তার আগে ১৯ বছর বয়সে জার্সিটি পরেছিলেন আনসু ফাতি। ২০২১ সালে মেসি বার্সেলোনা ছাড়ার পর ১০ নম্বর জার্সি পরেন ফাতি। চোটের কারণে ফাতি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটিয়েছেন। গ্রীষ্মকালীন দলবদল বার্সা ছেড়ে মোনাকোতে চলে যান তিনি। তাই আবারও তুলে রাখা হয় আইকনিক জার্সিটি। এবার তা পেলেন ইয়ামাল।
Una foto para la historia 💙❤️ pic.twitter.com/ZMN3b5UFRF
— FC Barcelona (@FCBarcelona_es) July 16, 2025