লিওনেল মেসির সঙ্গে খেলতে ইন্টার মিয়ামিতে এসেছেন লুইস সুয়ারেজ। বার্সাযুগের পর বন্ধুর সঙ্গে আবারও খেলতে পারার খুশি তখনই জানিয়েছিলেন উরুগুয়ে তারকা। এবার আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে অবসর নেয়ার ইচ্ছার কথা জানালেন ৩৮ বর্ষী ফরোয়ার্ড।
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু লড়াই।
সুয়ারেজ মানছেন যে, কারো ভবিষ্যৎ কারো সঙ্গে যুক্ত নয়। যদিও বয়সের দিক থেকে মেসির চেয়ে পাঁচমাসের বড় তিনি। বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। দুজনই আমাদের সিদ্ধান্ত নেব, যেটা আমাদের জন্য সঠিক। নিজেদের ব্যক্তিগত সুস্থতা ও সুবিধার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব।’
‘এখনই কোন সিদ্ধান্ত নিচ্ছি না। তবে চাই মেসির সঙ্গে অবসর নিতে। আমরা বছরের পর বছর এবিষয় নিয়ে কথা বলেছি। এটি সম্ভব হতেও পারে। এটি নির্ভর করছে তার চুক্তি নবায়ন এবং আমার চুক্তি নবায়নের উপর। সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’
সুয়ারেজ ও মেসির ইন্টার মিয়ামিতে চুক্তি শেষ হবে ২০২৫ এমএলএস মৌসুম শেষে। ক্লাব ও মেসি-সুয়ারেজের মধ্যে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা চলমান।