মেসির জোড়া গোলে রেকর্ড, কোচ বলছেন বিশেষ কিছু | চ্যানেল আই অনলাইন

মেসির জোড়া গোলে রেকর্ড, কোচ বলছেন বিশেষ কিছু | চ্যানেল আই অনলাইন

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে নেমে জোড়া গোল করেছেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। তার জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে দলটি। মিয়ামির জয়ের সাথে মেজর লিগ সকারের ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন ৩৮ বর্ষী মহাতারকা মেসি।

মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিগে টানা চার ম্যাচে দুই বা তার অধিক গোল করার রেকর্ড গড়েছেন মেসি। মে মাসে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু করেছিলেন এ মহাতারকা। এরপর কলম্বাস ক্রু আবার মন্ট্রিয়েল এবং সবশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে করলেন জোড়া গোল।

মেসির এমন রেকর্ডের রাতে তার ভূয়সী প্রশংসায় মেতেছেন কোচ জাভিয়ের মাশ্চেরানো। তিনি বলেন, ‘অবশ্যই, মেসি আমাদের বিশেষ খেলোয়াড়। আমার মতে, এ খেলার সেরা খেলোয়াড় তার খেলাটা খেলছে। সে এমন কিছু করে চলেছে যা হয়তো অনেক বছর আগে আমরা চিন্তা করেছিলাম দেখতে পাব না।’

‘কিন্তু, দিনশেষে সে বিশেষ একজন খেলোয়াড়। তাকে পাওয়া আমাদের জন্য ভাগ্য। দুই গোলের পর আমরা ভেবেছিলাম তাকে বিশ্রাম দিব। কিন্তু নিউ ইংল্যান্ড গোল করার পর আমরা চাপে পড়েছিলাম যার কারণে তাকে তুলে নিতে পারিনি।’

মেসির টানা গোল করার রেকর্ড এবারই প্রথম না। ২০১২ সালে যখন বার্সেলোনায় খেলতেন তখন টানা ছয় ম্যাচে একাধিক করে গোল করার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এ দুই গোল এমএলএসে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় দুইয়ে নিয়েছে তাকে।

মেজর লিগ সকারে এ জয়ে ইস্টার্ন কনফারেন্সে টেবিলের পাঁচে মিয়ামি। সবার উপরে আছে সিনসিনাতি এবং দুইয়ে আছে ন্যাশভিলে, তিনে ফিলাডেলফিয়া।

Scroll to Top