আবারও লিওনেল মেসির সেই চিরচেনা রুপ। সোমবার আর্জেটাইন এই তারকার জাদুতে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। যদিও তিনটি গোলের একটিও মেসি করেননি। তবে লিগ ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসিকে উড়িয়ে দেওয়া ম্যাচে দুইটি অ্যাসিস্ট করেছেন এই তারকা।
সোমবার শুরু থেকেই আক্রমণে যায় দুই দল। ১৪ মিনিটে ফাকুন্দো ফারিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর মেসির সহায়তা থেকে পরে আরও দুবার জালে বল জড়ান জর্দি আলবা ও লিওনার্দো ক্যাম্পানা।
প্রথম অ্যাসিস্ট ছিল তার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ জর্দি আলবার গোলে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের সামনে মেসির পায়ে বল থাকায় ডিফেন্ডারদের সব নজর আসে তার দিকেই। ডান প্রান্ত দিয়ে ঢুকে যাওয়া জর্দি আলবাকে পাস দিতে খুব একটা বেগ পেতে হয়নি এই আর্জেন্টাইন তারকার। তার পাস পেয়ে গোলরক্ষকে ফাঁকি দিয়ে খুব সহজেই জালে বল জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।
মেসির দ্বিতীয় অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় গোলটি করেন ক্যাম্পানা। ম্যাচের ৮৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গোলটা নিজেও করতে পারতেন সাতবারের বর্ষসেরা এই ফুটবলার। কিন্তু ডান প্রান্তে ক্যাম্পানাকে বল এগিয়ে দেন এলএমটেন। আড়াআড়ি শটে গোল করে ব্যবধানটা সহজেই ৩-০ করে দেন এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের হয়ে এক গোল করে ব্যবধান কমান রায়ান হোলিংশেড।
২৫ ম্যাচে ৭ জয়, ৪ ড্র এবং ১৪ হারে ২৫ পয়েন্ট নিয়ে মায়ামির অবস্থান এখন তালিকার ১৪ নম্বরে।