মেজর লিগ সকারে লিগ কাপে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি নেকাক্সার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে পেনাল্টি শুটআউটে। শনিবার রাতে জয়ে নকআউট পর্বে খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে মিয়ামি। ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটে চোটে পড়েন মেসি। তখনই তাকে মাঠ ছাড়তে হয়। মিয়ামি কোচ মেসির আর্জেন্টাইন সাবেক সতীর্থ নিশ্চিত করেন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মহাতারকা।
মাশ্চেরানো বলেছেন, ‘আমরা এখনো কিছু বলতে পারছি না, আগামীকাল বলতে পারবো। মনে হচ্ছে হ্যামস্ট্রিংয়ে বেশি আঘাত পাননি, কারণ তখনও মেসি বুঝতে দেননি তিনি অনেক ব্যথা পেয়েছেন। মেসি তখন কিছু অনুভব করেছেন। তাই ঝুঁকি এড়াতে মাঠ ছেড়েছেন।’
মেসির মাঠ ছাড়ার পর ইন্টার মিয়ামি পায় প্রথম গোলের দেখা। ১২ মিনিটে নেকাক্সার জালে প্রথম গোল জড়ান তেলাস্কা সেকোভিয়া। ১৭ মিনিটে নেকাক্সার ডিফেন্ডার ম্যক্সিমিলিয়ানো ফ্যালকন লাল কার্ড দেখে মাঠে ছাড়েন।
নেকাক্সার থমাস বাদোলানি ৩৩ মিনিটে গোল করে আনেন সমতায়। রিকার্ডো মনরিয়ালের ৮১ মিনিটে গোলে ২-১এ পিছিয়ে পড়ে মিয়ামি। যোগ করা সময়ে জর্ডি আলবার গোলে সমতায় আসে মিয়ামি। খেলা টাইব্রেকারে গড়ালে ৫-৪ ব্যবধানে জয় তোলে মেসির মিয়ামি।
মাশ্চেরানো পরে বলেছেন, ‘খেলা শেষের অনুভূতিটা তিক্ত। কারণ ম্যাচটি পুরোটাই আমাদের হাতে ছিল। আমরা প্রথম ১৫ মিনিটে পরিকল্পনা অনুযায়ী খেলেছি। মেসির চোটের পর আমরা লিড নিয়েছি। এরপরে যে ফাউলটা দেয়া হয়েছে সেটি বাজে সিদ্ধান্ত। তাতে ম্যাচ কঠিন হয়ে পড়ে। এটাই সত্যি রেফারির এমন সিদ্ধান্তে নিজেকে কিছুটা বোকা মনে হয়েছে।’