মেসির গোলে আটালান্টায় জিতেছে ইন্টার মিয়ামি | চ্যানেল আই অনলাইন

মেসির গোলে আটালান্টায় জিতেছে ইন্টার মিয়ামি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তিন ম্যাচের স্বল্প বিরতির পর টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন। তার গোলে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইন্টার মিয়ামি। জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ফিলাডেলফিয়াকে সরিয়ে শীর্ষে উঠে গেছে মিয়ামি।

তিন ম্যাচ বিরতি দিয়ে জ্যামাইকাতে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কাভালিয়ারের বিপক্ষে নেমেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা। ওই ম্যাচের শেষ গোলটির পর এমএলএসে গোলের দেখা পেয়েছেন। ২০ মিনিটে তার গোলে সমতা ফেরায় মিয়ামি।

মেসির গোলের আগে ১১ মিনিটে আটালান্টা ইউনাইটেড গোল করে বসে। দলটির স্ট্রাইকার ল্যাতে ল্যাত গোল করে ১-০তে এগিয়ে নেন। নয় মিনিট পর মেসির গোলে সমতায় আসে মিয়ামি। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে সমানতালে লড়ছে দুদল। গোলমুখে শট, বল দখল বা পাসে সমানে সমান চলছিল। খেলার একদম শেষদিকে দ্বিতীয় গোলের দেখা পায় মিয়ামি। ৮৯ মিনিটে জয়ের দ্বিতীয় গোলটি করেন এফ পিক্যাল্ট, ২-১ ব্যবধানে এগিয়ে যান মেসিরা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আটালান্টা।

জয়ে ৪ ম্যাচ শেষে শেষে তিন জয় ও এক ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে টেবিল টপার ইন্টার মিয়ামি। চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া, আট পয়েন্টে তিনে কলম্বাস।

Scroll to Top