লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ক্লাবটির সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন, কবে তাদের প্রিয় তারকা মায়ামিতে যোগ দেবেন। অবশেষে তাদের অপেক্ষা ফুরিয়েছে!
রবিবার দিবাগত রাতে ফুটবলের ক্ষুদে এই জাদুকরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। মায়ামির ডিআরবি পিএনকে স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের উপস্থিতে হাজির হন আর্জেন্টাইন মহাতারকা। টানেল থেকে বের হওয়ার সাথে সাথে করতালি ও আতশবাজি জ্বালিয়ে মেসিকে বরণ করে নিয়েছে ক্লাবটির সমর্থকেরা।
যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে চিরচেনা ১০ নম্বর জার্সি পড়েই খেলবেন মেসি। তবে ফুটবলের এই মহাতারকাকে ক্লাবের জার্সিতে দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্চে সমর্থকদের। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন তারকাকে।
মেসিকে বরণ করে নেওয়ার দিনে সার্জিও বুসকেটসকেও পরিচয় করিয়ে দিয়েছে মায়ামি। বার্সেলোনার বন্ধুর সাথেই একই ক্লাবে আবারও দেখা যাবে মেসিকে।