মেয়েদের সাফে যেসব পুরস্কার পকেটে উঠল বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাফে যেসব পুরস্কার পকেটে উঠল বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আসরে টানা ছয় ম্যাচে অপরাজিত ছিল আফঈদা খন্দকারের দল, জিতেছে বয়সভিত্তিকে হ্যাটট্রিক শিরোপা। সুবাদে আসরের বেশ কিছু পুরস্কারও উঠেছে তাদের পকেটে। তবে অল্পের জন্য সবগুলো পুরস্কার নিজেদের করে নিতে পারেনি লাল-সবুজের মেয়েরা।

এবারের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মাত্র তিন ম্যাচ খেলা বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। শিরোপা নির্ধারনী নেপালের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন এ ফরোয়র্ড।

আসরের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে লাল কার্ড দেখার আগে করেছিলেন এক গোল। এছাড়া প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন আরও তিন গোল। তিন ম্যাচে মোট আট গোল করায় আসরের সেরা খেলোয়াড়ের তকমা পেয়েছেন তিনি।

এবারের আসরের সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের মিলি আক্তার। তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে এক গোল হজম করেছিলেন এ গোলকিপার। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কোনো গোল হজম করেননি।

চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে ম্যাচেও তার হাত গলে কোনো গোল হয়নি। প্রথম দুই ম্যাচে সেরা একাদশে ছিলেন না মিলি।

Scroll to Top