মেয়েদের সাফে যত শিরোপা বাংলাদেশের, সেরা খেলোয়াড় যারা | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাফে যত শিরোপা বাংলাদেশের, সেরা খেলোয়াড় যারা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫ সালের শিরোপা জিতেছে বাংলাদেশ। এ শিরোপা জয়ের মাধ্যমে বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ সবগুলোর শিরোপা এখন বাংলাদেশের দখলে। এছাড়া টুর্নামেন্টের সবচেয়ে বেশি পাঁচটি শিরোপার মালিকও বাংলাদেশ।

২০১৮ সালে ভুটানের আয়োজিত অনূর্ধ্ব-১৮ দিয়ে শুরু হওয়া সাফের বয়সভিত্তিক আসরের শিরোপা উঠেছিল বাংলাদেশের হাতে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ এর দ্বিতীয় আসরের শিরোপা ভারতের কাছে হাতছাড়া হয়েছিল। ওই আসরের আয়োজক ছিল ভারত।

২০২১ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ আসরে আবারও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাফের ওই আসরের আয়োজক ছিল বাংলাদেশ। তারপরের বছর ২০২৪ সালে হওয়া অনূর্ধ্ব-১৯ আসরে ভারতের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার আসরে ম্যাচে ১-১ ড্রয়ের পর ১১-১১ পেনাল্টিতেও মিমাংসা না হওয়ায় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুদলকে।

২০২৩ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরের আয়োজন করে বাংলাদেশ। ফাইনালে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ আসরের প্রথম শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। এবার দ্বিতীয় আসরেও শিরোপা ঘরে তুলল আফঈদা খন্দকারের দল।

২০১৮ আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন আঁখি খাতুন। সবচেয়ে বেশি ৮ গোল দিয়েছিলেন সিরাত জাহান স্বপ্না। ২০২১ সালের সেরা খেলোয়াড় শাহেদা আক্তার রিপা, সর্বোচ্চ ৫ গোলও দিয়েছিলেন ওই রিপা।

এরপর ২০২২ সালের সেরা খেলোয়াড় ভারতের লিন্ডা কম, সর্বোচ্চ ৫টি গোল দিয়েছিলেন ওই লিন্ডা। ২০২৩ সালের সেরা খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র। সর্বোচ্চ গোল ৪টি করে যৌথভাবে গোলদাতা শামসুন্নাহার জুনিয়র ও আমিশা কার্কি।

২০২৪ সালে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া হয়নি। এ আসরে সর্বোচ্চ ৪টি করে গোল দিয়েছিলেন বাংলাদেশের মোসাম্মৎ সাগরিকা, ভারতের পূজা ও শিবানি দেবী। এ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা নেপালের পূর্ণিমা রায়।

Scroll to Top