মেয়েদের সাদা বলের ক্রিকেটে দ্বিতীয় দিনও সাউথ জোনের | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাদা বলের ক্রিকেটে দ্বিতীয় দিনও সাউথ জোনের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবারের মতো মাঠে গড়ানো মেয়েদের তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (ডব্লিউবিসিএল) প্রথমদিন নিজেদের করে নিয়েছিল সাউথ জোন। দ্বিতীয় দিনও তাদের, ব্যাটারদের পর আলো ছড়িয়েছেন বোলাররা। অন্য ম্যাচে নর্থ জোনের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথে ছুটছে সেন্টাল জোন।

রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ইস্ট জোনের ১৯৩ রান সামনে রেখে ১ উইকেটে ১৬৪ রানে প্রথমদিন শেষ করেছিল সাউথ জোন। দ্বিতীয় দিনে ৩৪৭ রানে থামে তাদের ইনিংস। ১৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়েছে ইস্ট জোন। ১২৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটে নামবে তারা। শম্পা ইসলাম ১২ রানে এবং শারমিন সুপ্তা ১২ রানে দিন শুরু করবেন।

রোববার দ্বিতীয় দিনে ২৯ রানে পিছিয়ে থেকে ব্যাটে নামে সাউথ জোন। আয়েশা আক্তার ৮২ রানে এবং ঝিলিক ৩৮ রানে শুরু করেন। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আয়েশা ফিরে গেলে জুটি ভাঙে। আয়েশা ১৫৪ বলে ৯৪ রান করে ফেরেন। ১১৪ বলে ৮২ রান করেন ঝিলিক। অধিনায়ক রাবেয়া আক্তার ৯৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন। শেষদিকে সানজিদা আক্তার মেঘলা ৪১ বলে ২২ রান করেন। সাউথ জোনের ইনিংস থামে ৯৩.৩ ওভারে ৩৪৭ রানে।

প্রথম ইনিংসে ইস্ট জোনের হয়ে শরিফা খাতুন ৪ উইকেট নেন। সাবেকুন নাহার নেন দুটি উইকেট।

GOVT

১৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১৩ রানে টপঅর্ডারের তিন ব্যাটার হারায় ইস্ট জোন। পরে শম্পা ও সুপ্তা মিলে ২৬ রানে দিন শেষ করেন।

দ্বিতীয় দিনে সাউথ জোনের হয়ে সালমা খাতুন দুটি এবং সানজিদা আক্তার মেঘলা একটি উইকেট নেন।

প্রথমদিনে টসে হেরে আগে ব্যাটে নেমে ৫৯.৪ ওভার ব্যাট করে ১৯৩ রানে থামে ইস্ট জোন। জবাবে নেমে দিনের বাকি সময়ে ৩৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ১৬৪ রান তোলে সাউথ জোন।

বড় সংগ্রহের পথে সেন্ট্রাল জোন
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোনের ২৪০ রান সামনে রেখে ব্যাটে নেমে ২৯ রান তুলে প্রথমদিন শেষ করেছিল সেন্ট্রাল জোন। দ্বিতীয় দিনের পুরোটা ব্যাট হাতে কাটিয়ে দিয়েছে তারা। ৫ উইকেটে ৩০৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে। নিগার সুলতানা জ্যোতি ৮৫ রানে এবং নাহিদা আক্তার ২৭ রানে তৃতীয় দিন শুরু করবেন।

প্রথমদিনে ২৯ রান তোলা উদ্বোধনী জুটি দ্বিতীয় দিনে আরও ৯৫ রান যোগ করেন। ৪১.৩ ওভারে দলীয় ১২৪ রানে ফারজানা আক্তার লিসা ফিরে গেলে জুটি ভাঙে। ১৩৭ বলে ৬০ রান করেন এ ওপেনার। একই ওভারে লতা মন্ডলের উইকেটও হারায় সেন্ট্রাল জোন। আরেক ওপেনার মুর্শিদা খাতুনকে নিয়ে হাল ধরেন জ্যোতি। ১৫১ রানে মুর্শিদাও ফিরে যান। ১৪২ বলে ৬৬ রান করে।

জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও আরেকপ্রান্তে আরও দুই ব্যাটার হারায় সেন্ট্রাল জোন। শারমিন আক্তার সোহা ৮ রানে এবং স্বর্ণা আক্তার ৩৮ রানে ফিরে যান। পরে নাহিদাকে নিয়ে দিন শেষ করেন সেন্ট্রাল জোন অধিনায়ক। জ্যোতি ৮৫ রানে এবং নাহিদা ২৭ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনে নর্থ জোনের হয়ে বল হাতে দারুণ করেন জান্নাতুল ফেরদাউস সুমনা। ৩৩ ওভার বল করে ৮৬ রান খরচায় ৫ উইকেট তুলে নেন।

প্রথমদিনে টসে জিতে আগে ব্যাটে নামা নর্থ জোন ৯৫ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে দিনের বাকি সময়ে ৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান তোলে সেন্ট্রাল জোন।

Shoroter Joba

Scroll to Top