মেয়েদের সাদা বলের ক্রিকেটে প্রথম দিন সাউথ জোনের | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাদা বলের ক্রিকেটে প্রথম দিন সাউথ জোনের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবারের মত মাঠে গড়িয়েছে মেয়েদের তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট নারী বাংলাদেশ ক্রিকেট লিগ (ডব্লিউবিসিএল)। আসরের প্রথম দিনে ইস্ট জোনের বিপক্ষে দাপট দেখিয়েছে সাউথ জোন। ব্যাটে বলে দিনটা নিজেদের করে নিয়েছে দলটি। দিনের আরেক ম্যাচে নর্থ জোনের আড়াইশোর কাছাকাছি রান সামনে ব্যাটে নেমে ২১১ রানে পিছিয়ে দিন শেষ করেছে সেন্ট্রাল জোন।

রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে টসে জিতে ইস্ট জোনকে আগে ব্যাটে পাঠায় সাউথ জোন। ৫৯.৪ ওভার ব্যাট করে ১৯৩ রানে থামে ইস্ট জোন। জবাবে নেমে দিনের বাকী সময়ে ৩৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ১৬৪ রান তুলেছে সাউথ জোন। ২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে আয়েশা আক্তার ৮২ রানে এবং ঝিলিক ৩৮ রানে ব্যাটে নামবেন।

ইস্ট জোন ব্যাটারদের ব্যর্থতার মাঝে আলো ছড়ান শারমিন সুপ্তা। ১০১ বলে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক ফাহিমা খাতুন ৩৪ রান এবং শরিফা খাতুন ৩০ রানের ইনিংস খেলেন। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য রান আসেনি কারো ব্যাট থেকে।

সাউথ জোনের হয়ে তিন উইকেট নেন সুলতানা খাতুন। দুটি করে উইকেট নেন প্রীতি দাস, সালমা খাতুন ও রাবেয়া খান।

GOVT

জবাবে নেমে ভালো শুরু পায় সাউথ জোন। উদ্বোধনী জুটিতে আসে ৭৬ রান। সামীমা সুলতানা ২৮ রানে আউট হওয়ার পর ঝিলিককে নিয়ে দিন পার করেন আয়েশা রহমান। আয়েশা ১২০ বলে ৮২ রান করে সেঞ্চুরির দিকে ছুঁটছেন আর ঝিলিক আছেন ৫৮ বলে ৩৮ রান করে।

ইস্ট জোনের হয়ে একমাত্র উইকেটটি নেন সাবেকুন নাহার।

নর্থ জোন থেকে ২১১ রান পিছিয়ে সেন্ট্রাল জোন
অন্য ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নর্থ জোন। ৯৫ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে দলটি। জবাবে নেমে দিনের বাকী সময়ে ৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান তুলেছে সেন্ট্রাল জোন। মুর্শিদা খাতুন ১০ রানে এবং ফারজানা আক্তার লিসা ১৫ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

আগে ব্যাটে নামা নর্থ জোনের হয়ে দারুণ করেছেন ফারজানা হক পিংকি ও রিতু মনি। ফিফটি পেরিয়েছেন দুজনেই। ফারজান ২৪৬ বলে ৮৬ রান করেন। ১২১ বলে রিতু করেন ৫৭ রান। এছাড়া মারুফা আক্তার ৩৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

সেন্ট্রাল জোনের হয়ে নাহিদা আক্তার বল হাতে দারুণ করেছেন। ২৭ ওভারে ৪৮ রান খরচায় ৭ উইকেট নেন। এছাড়া ফুয়ারা বেগম নেন এক উইকেট।

২৪০ রান সামনে রেখে ব্যাটে নেমে ভালোভাবেই দিন শেষ করেছেন সেন্ট্রাল জোনের মুর্শিদা খাতুন ও ফারজানা আক্তার লিসা। অপ্রতিরোধ্য উদ্বোধনী জুটিতে ২৯ রানে দিন শেষ করেন।

Shoroter Joba

Scroll to Top