মেয়েদের দাবা বিশ্বকাপে ওয়াদিফার হার | চ্যানেল আই অনলাইন

মেয়েদের দাবা বিশ্বকাপে ওয়াদিফার হার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জর্জিয়ার বাতুমি শহরে রোববার থেকে শুর হয়েছে মেয়েদের ফিদে বিশ্বকাপ দাবা। প্রথম রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশের নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ফ্রান্সের নারী গ্র্যান্ড মাস্টার দাওলেতি কোরনেতি দেইমেনতির কাছে হেরেছেন।

প্রথম রাউন্ডের প্রথম খেলায় মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৫ চালের মাথায় হেরে যান।

সোমবার প্রথম রাউন্ডের দ্বিতীয় গেমে নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। টুর্নামেন্ট টিকে থাকতে হলে ওয়াদিফাকে সেই ম্যাচে জিততেই হবে। ফ্রান্সের নারী গ্র্যান্ডমাস্টার ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলবে।

নক-আউট পদ্ধতিতে ১০৭ জন দাবাড়ু এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

Scroll to Top