মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখে তাসনিমের অনুভূতি, ‘তৃতীয় হব, কখনো ভাবিনি’

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখে তাসনিমের অনুভূতি, ‘তৃতীয় হব, কখনো ভাবিনি’

তাসনিমের বাবা গোলাম রসুল শেখ বলেন, ‘আমার ছেলের ইচ্ছা ছিল ডাক্তার হবে। সেভাবে সে লেখাপড়া করেছে। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। আমি চাই, আমার ছেলে ডাক্তারি পড়া পড়ে মানুষের মতো মানুষ হোক। গরিব-দুঃখী মানুষের কল্যাণ করুক।’

মা রোকেয়া খাতুন বলেন,‘গতকাল বিকেলে ছেলের মুখে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল শুনেছি। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। পরে আনন্দে কেঁদে ফেলেছিলাম। আমার ছেলে তৃতীয় হয়েছে—এতে আমি খুব খুশি। আমার প্রত্যাশা, ছেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করুক।’

Scroll to Top