মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার
Channelionline.nagad-15.03.24

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় ট্রলারডুবির ঘটনায় ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবরি দল।

রোববার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে নিখোঁজ ব্যক্তির উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে দুই নারী ও এক শিশু মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। এখনও নিখোঁজ ৩ জন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকাল থেকে পুনরায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য আমরা অভিযান শুরু করি। বিকেল ৩টার দিকে দুই নারী ও এক শিশু মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে দিকে ডুবে যাওয়া ট্রলারটি তীরে উঠানো হয়। গতকাল এক নারী ও এক কিশোরীরির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

রোববার সকাল ৯টা থেকে মেঘনা সেতু সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর দুটি উদ্ধারকারী ডুবুরি দল উদ্ধারকাজ পরিচালনা করছে। গত শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় পর্যটনবাহী ট্রলার। তবে এখনও এক পুলিশ সদস্যসহ ৩ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার সারাদিন উদ্ধার অভিযান চালিয়ে যে দুজনের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রী মৌসুমী বেগম (২৬) ও শহরের আমলাপাড়া এলাকার মিষ্টি ব্যবসায়ী টুটন দে’র মেয়ে আরাধ্য (১১)।

Scroll to Top