মুলতানের সেই উইকেটেই হবে পাকিস্তান–ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, কারণটা কী

মুলতানের সেই উইকেটেই হবে পাকিস্তান–ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, কারণটা কী

একই মাঠে টানা দুটি টেস্ট আগেও দেখা গেছে। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের পাকিস্তান সফরেই টানা দুই টেস্ট হয়েছে রাওয়ালপিন্ডিতে। সেটা করাচিতে সংস্কারকাজ চলছিল বলে। ২০২০-২১-এর দিকে মহামারির কারণেও কিছু সিরিজে একই মাঠে টানা দুই টেস্ট হয়েছে। কিন্তু পরপর দুটি টেস্ট কি একই পিচে হয়েছে কখনো?

উপাত্ত-সংগ্রাহকদের কাছ তো নয়ই, কারও স্মৃতি থেকেও এ ধরনের ঘটনা পাওয়া যাচ্ছে না। এবার ‘নজিরবিহীন’ সেই কাণ্ডই ঘটাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার শুরু হতে যাওয়া পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হবে মুলতানের সেই পিচে, যেটিতে হয়েছে সিরিজের প্রথম টেস্টও। এ ক্ষেত্রে পাকিস্তানের সুবিধা নেওয়াই যে মূল লক্ষ্য, তা সহজেই অনুমেয়।

তবে পিছিয়ে থাকছে না সফরকারী ইংল্যান্ডও। পিচ পুনর্ব্যবহারের সুযোগ নিয়ে মুলতানের দ্বিতীয় টেস্টে নামিয়ে দেওয়া হতে পারে বেন স্টোকসকে, যিনি চোটের কারণে দুই মাসের বেশি সময় ধরে খেলার বাইরে।

Scroll to Top