আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই ম্যাচ জিতে সেমি ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে নিগার সুলতানা জ্যোতির দল পেয়েছে বড় সংগ্রহ। ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন টাইগ্রেস দলপতি, আজও তুলে নিলেন ফিফটি। তবে ফিফটি হাঁকিয়ে দলীয় সর্বোচ্চ রান ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর তাতে ইনিংস শেষে সংগ্রহ ১ উইকেটে ১৫৮। মুর্শিদা ৭৭ ও জ্যোতি অপরাজিত ছিলেন ৫৬ রানে।
ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার শামীমা সুলতানাকে (১৭ বলে ১০) হারায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাফল্য বলতে এইটুকুই। এরপর মুর্শিদা-জ্যোতির অবিচ্ছেদ্য ১৩৮ রানের জুটি।
এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় শতরানের জুটি। এর আগেরটিতেও নাম জড়িয়ে আছে জ্যোতির। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ফারজানা হক পিংকির সাথে ২৩৬ রানে অবিচ্ছেদ্য ছিলেন জ্যোতি।
আজ ৪০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছুঁয়েছেন মুর্শিদা। শেষ পর্যন্ত ৬৪ বলে ৯ চারে ক্যারিয়ার সেরা ৭৭ রানে অপরাজিত এই বাঁহাতি ব্যাটার।
অন্যদিকে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পেলেন অধিনায়ক জ্যোতিও। ৩৯ বলে ফিফটি ছুঁয়ে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে শেষ অবধি অপরাজিত ৪০ বলে ৬ চার ১ ছক্কায় ৫৬ রানে।
যুক্তরাষ্ট্র নারী দলের হয়ে একমাত্র উইকেটটি তুলে নেন ডানহাতি মিডিয়াম পেসার স্নিগ্ধা পল।