মুরব্বি, মুরব্বি থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সিনেমায় সময়ের গল্প

মুরব্বি, মুরব্বি থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সিনেমায় সময়ের গল্প

পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কেবল শয্যাসঙ্গী হিসেবে দেখা হয়, ঘরে-বাইরে, স্কুলে, কর্মক্ষেত্রে—সব ক্ষেত্রেই হয়রানির শিকার হতে হয়, এমন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায়। সিনেমায় এশাকে (পূজা ক্রুজ) দিয়ে নির্মাতা দেখিয়েছেন নারী কীভাবে ছোটবেলা থেকেই হয়রানির শিকার হয়। স্কুলে যৌন হয়রানির শিকার হওয়ার পর কীভাবে সেটা নারীকে জীবনভর তাড়া করে বেড়ায়, সেটাও দেখিয়েছেন নির্মাতা। একই সঙ্গে দাম্পত্য কলহ, সন্তানের প্রতি অমনোযোগ কীভাবে এক মেধাবী তরুণকে মনোবিকারগ্রস্ত খুনি বানায়, সে বার্তাও দিতে চেয়েছেন নির্মাতা।

Scroll to Top