মুন্সিগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা দুজন স্থানীয় পৃথক স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্পর্কে দুই বন্ধু।
বুধবার (২২ মে) বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছাতিয়ানতলি গ্রামের আলাউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) এবং একই গ্রামের আবুল কালামের ছেলে মো. তুহিন (১৭)। নিহত নয়ন জেলার শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীর ও তুহিন সিরাজদীখানের ছাতিয়ানতলি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির জানান, নয়ন ও তুহিন বন্ধু। বিকেলে ছাতিয়ানতলি গ্রামের সড়কে মোটরসাইকেল নিয়ে ২ বন্ধু ঘুরতে বের হয়। তুহিন বাইক চালাচ্ছিল। পেছনে বসা ছিল নয়ন। ঘুরাঘুরির একপর্যায়ে ছাতিয়ানতলি বাসস্ট্যান্ড এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তুহিন ও নয়নকে উদ্ধার করে।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক ২ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।