গুলিবিদ্ধরা সবাই উজির আহমেদ পক্ষের। আহত ব্যক্তিরা হলেন সাইদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো করা হয়েছে। আহত ব্যক্তিদের সবার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উজির আহমেদের সঙ্গে ওয়াহিদ রায়হানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্ব দুই নেতার সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পক্ষ দুটির মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলছিল। সম্প্রতি মুন্সিকান্দি এলাকায় উজির আহমেদ পক্ষ ড্রেজারের পাইপলাইন টানে। দুই দিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা পাইগুলো ভেঙে দেয়। এ নিয়ে গত দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত আটটার দিকে মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সে সময় ওয়াহিদ পক্ষের ১০-১৫ জনের একটি দল উজির আহমেদ পক্ষের লোকজনের ওপর গুলি চালায় বলে অভিযোগ। এতে আটজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর থেকে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।