কারসাজি করে শতকোটি টাকা কামানো মুনাফাখোরদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদ- দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা-সিপিডি। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে প্রস্তাব দিতে গিয়ে তারা বলেছে, মূল্যস্ফীতি ও ডলার সংকটসহ অর্থনীতিতে চলমান সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সরকারের সাফল্য নিয়ে সংশয়ে তারা। সিপিডি মনে করে, মন্ত্রণালয়গুলোর ধীর গতি ও বৈচিত্র্যহীন গতানুগতিক উদ্যোগ নাগরিকদের মনেও এই সংশয় তৈরি করছে।
