মুনরো, আজমের দাপটে জিতল ইসলামাবাদ

মুনরো, আজমের দাপটে জিতল ইসলামাবাদ
মুনরো, আজমের দাপটে জিতল ইসলামাবাদ

কলিন মুনরো ও আজম খানের বীরত্বে চমৎকার এক জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। করাচির কিংসকে তারা হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। হাফ সেঞ্চুরি করেও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি হায়দার আলি।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে ইসলামাবাদ। রাসি ভ্যান ডার ডুসেনের সাথে ৫৯ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলান মুনরো। এরপর আজম খানের সাথেও ৫৬ রানের জুটি গড়ে জয়ের পথ মসৃণ করেন মুনরো।

১০ বল হাতে রেখে জয় পেয়ে যায় ইসলামাবাদ। মুনরো মাত্র ২৮ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন। এছাড়া আজম ৪৪ ও ডুসেন ৩১ রান করেন।

করাচির পক্ষে মোহাম্মদ আমির ও মোহাম্মদ মুসা ২টি করে উইকেট পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৩ রান করে করাচি। হায়দার ৫৯ ও শারজিল ৩৪ রান করেন।

ইসলামাবাদের পক্ষে রুম্মান রইস, মোহাম্মদ ওয়াসিম ও টম কারেন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

করাচি কিংস: ১৭৩/৭ (২০)
শারজিল ৩৪, ভিন্স ৪, হায়দার ৫৯, ওয়েড ১৮, শোয়েব ১৮, ইমাদ ০, ইরফান ১৯, ফুলার ১২*, টাই ১*; রইস ৪-০-২৬-২, ফাহিম ৪-০-২৫-১, ওয়াসিম ৪-০-৩৮-২, টম কারেন ৪-০-৪২-২

ইসলামাবাদ ইউনাইটেড: ১৭৮/৬ (১৮.২)
স্টার্লিং ৪, নেওয়াজ ৭, ডুসেন ৩১, মুনরো ৫৮, আজম ৪৪, আসিফ ৪*, ফাহিম ১২, টম কারেন ১০*; ইমাদ ৪-০-১৯-১, আমির ৪-০-৩০-২, মুসা ৪-০-৪৮-২

ফলাফল: ইসলামাবাদ ইউনাইটেড ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: কলিন মুনরো (ইসলামাবাদ ইউনাইটেড)।

Scroll to Top