বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে। আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। ঘরের মাঠে রোডেশিয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে হুমকি হিসেবেই দেখছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স।
শুক্রবার সিলেটে দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সিমন্স। সেখানে মনে করিয়ে দিয়েছেন, ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার মুজারাবানি বাংলাদেশ ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হতে পারেন যে সেই বিষয়টি। বলেছেন, ‘পেসারদের পক্ষে উইকেট থাকলে সে বিশ্বের যেকোনো দলের বিপক্ষেই হুমকি। তার উচ্চতা অনেক বেশি, এটা তাকে ভিন্ন সুবিধা দেয়।’
তবে রোডেশিয়ান পেসারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ ব্যাটারদের। স্মরণ করে সিমন্স বলেন, ‘তার বিপক্ষে ছেলেরা খেলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা হয়েছে। ফলে ধারণা আছে তার সম্পর্কে। কীভাবে খেলতে হবে নিশ্চয়ই সেই ধারণা হয়ে যাবে।’