মুক্তি পেল ২০২৩ বিশ্বকাপের এন্থেম

মুক্তি পেল ২০২৩ বিশ্বকাপের এন্থেম
মুক্তি পেল ২০২৩ বিশ্বকাপের এন্থেম

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ২০২৩- এর ‘অফিশিয়াল এন্থেম’ প্রকাশ পেয়েছে। আজ (২০ সেপ্টেম্বর), বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায় আইসিসি-এর বিভিন্ন অফিশিয়াল প্ল্যাটফর্মে এই এন্থেমটি প্রকাশ পায়। বলিউড অভিনেতা রানভীর সিং- এর মিউজিক ভিডিও- তে প্রধান চরিত্র নিরূপণ করেছেন। গানটি সুর করেছেন ভারতীয় সুরকার প্রীতম চক্রবর্তী।

ক্রিকেট বা ফুটবলের বিশ্ব আসরে ‘অফিশিয়াল এন্থেম’ বেশ আলোচিত একটি বিষয় হয়ে থাকে। ক্রিকেট বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, আর কয়েকদিন বাদেই ভারতে শুরু হচ্ছে মহারণ। এরমধ্যেই আজ মুক্তি পেয়েছে, ‘DIL JASHN BOLE’- শিরোনামে বিশ্বকাপের এন্থেম।

ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। ভারতের চিরাচরিত বাদ্য-বাজনার সাথে মিল রেখেই এই গানটির মূল রূপটি ধারণ করা হয়েছে। বিশ্বের ক্রিকেট-প্রেমী দেশগুলোর আবেগের সাথে সংমিশ্রণ করার একটা চেষ্টা ছিল গান ও ভিডিওতে। মূল ভিডিওতে, রানভীর সিং’কে দেখা যায় ‘ওয়ানডে এক্সপ্রেস’ নামে এক ট্রেনের ভেতরে, যেখানে পুরো কাজটি সম্পন্ন হয়েছে। দুর্দান্ত গ্রাফিকস ও রঙ ব্যবহার করা হয়েছে সেখানে। দেখার চোখে সেদিক থেকে বেশ আরামদায়ক হওয়ার কথা দর্শকদের জন্য। যদিও মূল গান নিয়ে কিছু আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।

বিশ্বকাপের এন্থেমের অংশ হতে পেরে রানভীর সিং নিজেকে বেশ ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, “আইসিসি (পুরুষ) ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর এন্থেম প্রকাশের অংশ হিসেবে থাকতে পেরে আমি সম্মানিত।”

অন্যদিকে এই গানের সুরকার প্রীতম বলেন, “এই গান শুধু ১.৪ বিলিয়ন ভারতীয় ফ্যান-দেরই নয়, পুরো বিশ্বের জন্যই, যারা ভারতে আসবেন এবং এই উদ্‌যাপনের অংশ হবেন।“

বিশ্বকাপের এন্থেমের মূল শিরোনাম ও কোরাস ‘DIL JASHN BOLE’, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘মনটা উৎসব উৎসব করছে।‘ উল্লেখ্য যে, আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের এবারের আসর।

Scroll to Top