এই গানটি একটি ড্যান্স প্যাটার্নের গান। কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়ক তারেক তূর্য। মুলত পাওয়ার ভয়েস থেকেই তারেক তূর্যের গানের জগতে পথ চলা। এই গানটি লিখেছেন এবং সুর ও সংগীত করেছেন ইমতিয়াজ মজুমদার বিবেক। সাইয়া গানটিতে মডেল হিসেবে ছিলেন এ প্রজন্মের প্রিয় মুখ জেবা জান্নাত ও তারেক তুর্য নিজেই। ভিডিও নির্মান করছেন রাজ বিশ্বাস সংকর। কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ। শিল্পি তারেক তূর্য ঢাকা প্রতিদিনকে বলেন, এই নতুন গানটি নিয়ে অনেক আশা ও উত্তেজনা কাজ করছে। আমি চেষ্টা করেছি কিছু ভিন্ন এবং বিশেষ উপস্থাপনা করার, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। আশা করছি, সবাই গানটি পছন্দ করবেন। গানটি ১৯শে ডিসেম্বর তারেক তুর্যর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে।
এখন থেকে শ্রোতারা নিয়মিত আমার গান পাবেন। আরও অনেক নতুন গান নিয়ে শীঘ্রই আপনাদের কাছে ফিরবো!”