মিশরকে দুঃসংবাদ দিলেন সালাহ | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

শুরুতে খুব বেশি গুরুতর মনে হয়নি মোহাম্মেদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোট। ধারণা করা হয়েছিল আফ্রিকান নেশনস কাপের প্রথম দুটি ম্যাচ মিস করলেও কোয়ার্টার ফাইনালে মিশর দলে ফিরবেন। কিন্তু মিশরকে বড় দুঃসংবাদই দিলেন সালাহর এজেন্ট। জানিয়েছেন, পুরো আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন সালাহ।

সালাহর এজেন্ট র‌্যামি আব্বাস ইসা সোমবার এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘মোহাম্মেদের চোট প্রথমে যেমনটা ভাবা হয়েছিল, এখন মনে হচ্ছে সেটি তার চেয়েও বেশি গুরুতর। তিনি ২১-২৮ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন। ২ ম্যাচ নয়, তার আফ্রিকান নেশনস কাপে অংশগ্রহণের সেরা সুযোগ হল, যুক্তরাজ্যে নিবিড় পুনর্বাসন এবং ফিট হওয়ার সঙ্গে সঙ্গেই আবার দলে যোগ দেয়া।’

গত বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ২-২এ ড্র ম্যাচে প্রথমার্ধের শেষদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। পরদিন জানানো হয়, কেপ ভার্দের বিপক্ষে খেলতে পারবেন না ৩১ বর্ষী তারকা।

যদি চোট কাটিয়ে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগে, তবে নেশনস কাপের বাকি ম্যাচগুলো মিস করার সঙ্গে আগামী ১৭ ফেব্রুয়ারির ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও না খেলতে পারেন লিভারপুল ফরোয়ার্ড।

গ্রুপ ‘বি’তে রাতের ম্যাচে চমক দেখিয়েছে কেপ ভার্দে, সাতবারের চ্যাম্পিয়ন মিসরকে ২-২ গোলে রুখে দিয়েছে তারা। তাতে অবশ্য শেষ ষোলোর টিকিট পেয়েছে দুদলই।

Scroll to Top